পলাশ থানার ওয়াপদা গেইটে দোকানে চুরির ঘটনায় ৫৬ টি মোবাইল উদ্ধার এবং ৩ জন আসামী গ্রেফতার
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২৪-০১-২০ ২২:২১:২২
গত ৮ই ডিসেম্বর/২৩ ভোরে পলাশ থানাধীন পলাশ নতুন বাজারে ওয়াপদা গেইটের বিপরীতে মীম টেলিকম নামক মোবাইলের দোকানে বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া দোকানের তালা ভাঙ্গিয়া অজ্ঞাতনামা চোরেরা দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরি করিয়া নিয়া যায়। মামলাটি রুজু হওয়ার পর পলাশ থানা পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত মামলাটি তদন্ত শুরু করেন। নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, এর দিক নির্দেশনায়, পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাঃ ইকতিয়ার উদ্দিন এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(নিঃ), জনাব মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মুহাম্মদ আলতাব হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গত ১৯/০১/২০২৪ ইং তারিখ কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় চুরি হওয়া ৫৬ টি মোবাইল উদ্ধার করেন এবং ৩ জন আসামীকে গ্রেফতার করে। আসামীদের যথাযথ নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক রিমান্ডের আবেদন করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য সহযোগী আসামীদেরকে সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357