আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: || ২০২৪-০১-১৫ ০৮:০৩:০০

image
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ব্যবসায় প্রশাসন বিভাগের "আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ"-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান । আইএসইউ উপাচার্য এবং জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজের প্রধান সম্পাদক প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্পন্ন জার্নালের উপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয় । শিক্ষকদের দক্ষতা বাড়াতে পড়তে হবে ,লিখতে হবে বেশি করে , সমস্যা নির্ধারণ করতে হবে এবং গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে ,যা সমাজের কাজে আসবে। ব্যবসায় প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেন্টারটির পরিচালক মাহবুবুর রহমান বলেন, খুব শীঘ্রই ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বরটি পাবে এ জার্নাল। তাছাড়া স্কোপাস ইনডেক্সইংয়ের কাজ চলছে, যা জার্নালটিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রসিদ্ধ গবেষকদের কাছে পৌঁছে দিবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. একরামুল হক । ইংরেজি বিভাগের জেষ্ঠ্য প্রভাষক স্নিগ্ধা হোসাইনের সঞ্চালনায়, অধ্যাপক ড. একরামুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামেম চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারাসহ জার্নালের সম্পাদক,লেখক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com