ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ||
২০২৪-০১-১৪ ০৮:৫৬:০৯
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি কারক সমিতি (বিজিএমইএ) এর সৌজন্যে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) ও মানবিক সাহায্য সংস্থা (এমএসএস ) এর আয়োজনে ২০০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে ১১ মাইল নামক স্থানে সেফ হাসপাতাল ক্যাম্পাসে এ কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ও এমএসএস এর সভাপতি ফারুক হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী শারমিন হাসান তিথি, সেফ এর পরিচালক মোখলেসুর রহমান রাজু, ম্যানেজার মো: রাজিউল হাসান।
প্রধান অতিথি ফারুক হাসান বলেন, আমার বাবার নামে এই ফাউন্ডেশন করা । আপনারা যাতে ভাল থাকেন এই কারণেই আমরা এই ফাউন্ডেশন ( সেফ) ও এমএসএফ এর মাধ্যমে আপনাদের সাহায্য করার চেষ্টা করে থাকি। আমরা মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করছি এবং আগামীতে আরো বেশি করে সাহায্য করার চেষ্টা করব।
উল্লেখ্য ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন ধরে মৃদুশৈত প্রবাহ বয়ে চলেছে। এমন অবস্থায় শীত বস্ত্র পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের দুস্থ ও অসহায় মানুষেরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357