পঞ্চগড়ের দুটি আসনেই নৌকার বিজয়

মো. আনছারুল ইসলাম, পঞ্চগড়: || ২০২৪-০১-০৮ ০০:৫৪:০১

image

পঞ্চগড় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর) আসনে নৌকা প্রতীক সহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বেসরকারিভাবে নাইমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৪২ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।  পঞ্চগড়-১ আসনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের নাইমুজ্জামান ভূইয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ২২ জন। 

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা উপজেলা) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তাদের মধ্যে জেলা আওয়ামলীগের সভাপতি ও রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সূজন নৌকা প্রতীকে পেয়েছেন ১লাখ ৮১ হাজার ৭২৫ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির (জাপা) লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।  পঞ্চগড়-২ আসনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের এ্যাড. নুরুল ইসলাম সূজনকে বিজয়ী ঘোষণা করা হয়।  পঞ্চগড়-২ আসনে ৩লাখ ৮৯ হাজার ৯ শত ৪১ জন। 

রিটানিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম রাত সোয়া ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com