স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(এসইআইপি) প্রকল্পের আওতায় দেশের আট লাখ বেকার যুবককে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে এরমধ্যে দুই লাখ মেয়েও রয়েছে।
শনিবার বিকেলে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নীলাচল সম্মেলন কক্ষে প্রশিক্ষিত যুব-নারীদের কর্মসংস্থান বিষয়ক কর্মশালায় এতথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা।
টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মাহফুজুল আলম খান ও উপ-নির্বাহী প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম বক্তব্য দেন। বিভিন্ন শ্রেণি পেশার ৫০জন অংশ নেন কর্মশালায়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা বলেন, ২০১৪সাল থেকে প্রকল্পটি সারাদেশে বেকার যুবদের প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। সরকারী বিভিন্ন দফতরে কারিগরি ও বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরির উদ্যোগ নেয়।
এ পর্যন্ত আটলাখ যুব প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কর্মসংস্থানে সম্পৃক্ত হয়েছেন। প্রকল্পটির মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও নতুন ভাবে জানুয়ারী থেকে অন্যনামে বড় পরিসরে কার্যক্রম শুরু করবে। এরফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসইআইপি প্রকল্পের সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট তুলে দেন টিটিসি অধ্যক্ষ ও কর্মকর্তা কর্মচারীদের হাতে।
প্রসঙ্গত এসইআইপি প্রকল্পটি অর্থমন্ত্রনালয়ের তত্বাবধানে পরিচালিত হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com