ব্রাহ্মণবাড়িয়া-১ আসন হিসেবে পরিচিত নাসিরনগরে ভোটের লড়াইয়ে মুল দুই প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিএম ফরহাদ হোসেন সংগ্রাম আর স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান।
একরামুজ্জামান গত নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করলেও এবার স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। বরাবরই এটি আওয়ামীলীগের আসন হিসেবে গন্য হলেও এবার সেখানে চ্যালেঞ্জের মুখে নৌকা।
নাসিরনগরের ভোটাররা জানিয়েছেন-সংখ্যালঘু ভোট ব্যাংকের হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন আওয়ামীলীগের ঘাটি হিসেবে বরাবরই পরিচিত। কিন্তু এবার সব দলের সমর্থকরা মেতেছেন ‘কলারছড়ি’ নিয়ে। নাসিরনগর সদরে গোলাম আলী,আলী আহমদ রিপন,গৌর দাস ও আজদু মিয়া বলেন- শান্তি ও নিরাপদ নাসিরনগর পেতে ভোট দেবেন তারা।
এ আসনে আওয়ামীলীগ থেকে পাঁচবার এমপি নির্বাচিত হন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। ২০১৭ সালে তার মৃত্যুর পর ২০১৮ সালের ১৩ই মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বি.এম মো. ফরহাদ হোসেন সংগ্রাম। উপ-নির্বাচনে জয়ী এই সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মত এমপি হন। দ্বাদশ সংসদ নির্বাচনেও তাকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে এবারো জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামীলীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছেড়ে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দেশের বিশিষ্ট শিল্পপতি সৈয়দ এ কে একরামুজ্জামান। অবশ্য ২০০১ সালে বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে ভোট রাজনীতিতে যুক্ত হয়ে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন একরামুজ্জামান। কুলা প্রতীকে তিনি পরাজিত হন আওয়ামীলীগের এডভোকেট ছায়েদুল হকের কাছে। এরপর বিএনপিতে যোগ দিয়ে ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন। এবার নিরাপদ ও শান্তির নাসিরনগর প্রতিষ্ঠার জন্যে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ তার পেছনে ঐক্যবদ্ধ বলে জানান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান।
নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্ধি হলেও অন্য ৩ জন নেই তেমন আলোচনা ও প্রচার-প্রচারনাতে। এই প্রতিদ্বন্ধিরা হচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: ইসলাম উদ্দিন(মোমবাতি),জাতীয় পার্টির মো:শাহনুল করিম(লাঙ্গল),ওয়ার্কার্স পার্টির মো: বকুল হোসেন(হাতুড়ী)।
আসনটির মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫৪৭। এরমধ্যে পুরুষ ১লাখ ৩৩ হাজার ১০৯ জন আর মহিলা ভোটার ১লাখ ১৯ হাজার ৪৩৬। ভোট কেন্দ্র ৭৯টি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com