আওয়ামীলীগ প্রার্থী মোকতাদিরের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় নারী সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ||
২০২৩-১২-২৫ ০৯:১৬:৪৬
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগ প্রার্থী র,আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে নারী সমাবেশ হয়েছে।
সোমবার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিনারা আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ প্রার্থী র,আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন।
জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো: হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার মো: আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
সমাবেশে নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357