নির্বাচন সুষ্ঠু করার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত; র্যাব মহাপরিচালক
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু : ||
২০২৩-১২-২৫ ০৯:১২:৩০
কুয়াকাটায় র্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র্যাব। কিন্তু দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল র্যাব-৮ এর আয়োজনে কুয়াকাটায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে র্যাব ফোর্সেসের মহাপরিচালক এম খুরশীদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে র্যাব ফোর্সেসের মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।র্যাবের মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে।
এম খুরশীদ হোসেন আরও বলেন, র্যাব শুধু আইনশৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করে না। পাশাপাশি মানবিক কাজও করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় পর্যটন এলাকা কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে বরিশাল র্যাব-৮ এর আয়োজনে ২০০ শতাধিক দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে রহিম মৃধা বলেন, শীতের সময় অনেক কষ্ট হয় আমগো, কেউ আমাগো দিকে ফিরাও তাকায় না। ফাতেমা বেগম বলেন, শীতবস্ত্র পেয়ে আমরা অনেক খুশি হইছি৷ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং হেগো জন্য দোয়া করি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357