ঝালকাঠি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

মো. শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: || ২০২৩-১২-১৮ ০৪:১৮:২০

image

ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসার (টিইও) খন্দকার জসিম আহমেদ অনিয়ম, ঘুষ, দুর্নীতি করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার ঘুষ, দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ ঝালকাঠি সদর উপজেলার প্রাথমিক শিক্ষকরা। ভুক্তভোগী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমেদের অনিয়ম, ঘুষ, দুর্নীতির তদন্ত কওে শাস্তি চান। দুর্নীতি দমন কমিশন তার সম্পদ ও আয়ের উৎস খতিয়ে দেখলে তার দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে বলে মনে করেন ঝালকাঠির সচেতন মহল । দুর্নীতিবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন হয়রানির শিকার শিক্ষকরা। 

শিক্ষকদের অভিযোগ ও তথ্যানুসন্ধ্যানে  জানা গেছে, অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  খন্দকার জসিম আহমেদ। সচেতন মহলের ধারণা খন্দকার জসিম আহমেদ অবৈধ আয়ের একটি অংশ দিয়ে বরিশাল নগরীর করীম কুটির চৌধুরী লেন সড়কে ৯ শতাংশ জমির উপর ১০ তলা ফাউন্ডেশনের আলিশান ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। যা ইতমধ্যে ৪তলা পর্যন্ত ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ বছর পূর্বে এ্যাংকর সিমেন্টের পরিচালক মরহুম সালাউদ্দিন চৌধুরী খোকনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে ৯ শতাংশ জমি ক্রয় করেন খন্দকার জসিম আহমেদ। ক্রয়কৃত ঐ জমিতে বর্তমানে ১০ তলা ফাউন্ডেশনের ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। গত ১৩ ডিসেম্বর নগরীর করীম কুটির চৌধুরী লেন সড়কে সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, খন্দকার জসিম আহমেদের মালিকানাধীন ১০ তলা ফাউন্ডেশনের ৪ তলা পর্যন্ত ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা হয়ে কিভাবে কোটি কোটি টাকা দিয়ে জমি ক্রয় ও কোটি টাকা খরচ করে ৯ শতাংশ জমির উপর ১০ তলা ফাউন্ডেশনের অত্যাধুনিক ভবন নির্মাণ করছেন(?) তা নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। জায়গা ক্রয় সহ ইতিমধ্যে নির্মাণ ব্যয় কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে, যা তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি দীর্ঘদিন সরকারি চাকরির সুবাদে আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়েছেন বলে প্রশ্ন অনেকের। অভিযোগ রয়েছে এই শিক্ষা কর্মকর্তার নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীতে নামে-বেনামে একাধিক জমিজমা ও অঢেল সম্পদেও মালিক হয়েছেন।
 
একাধিক সূত্র জানায়, মধ্যবিত্ত পরিবারের সন্তান খন্দকার জসিম আহমেদ পৈত্রিকভাবে উল্লেখযোগ্য তেমন কোন সম্পদ পাননি। তিনি অনিয়ম, ঘুষ, দুর্নীতির টাকায় বরিশাল নগরীতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৯ শতাংশ জমি ক্রয় করে তার উপর ১০ তলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষা কর্মকর্তার এ উত্থানে বিস্মিত তার কর্মস্থলের অন্য সহকর্মীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের (করেসপন্ডিং স্কেল) উন্নীত বেতনের জন্য লাখ লাখ টাকা অর্থ বরাদ্দ আসে। এসব অর্থ উত্তোলন করতে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে শতকরা হারে ঘুষ রেখে দেন শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমেদ। বিদ্যালয় শিশুবান্ধব করা ও সাজসজ্জার জন্য ইউনিসেফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই মোটা অঙ্কের অনুদান এলেও কতিপয় অসৎ শিক্ষক নেতাদের যোগসাজসে তেমন কোনো কাজ না করে বরাদ্দের সিংহভাগ টাকাই লুটেপুটে খান খন্দকার জসিম আহমেদ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটি, এলপিআর, কল্যাণ ভাতার টাকা দিতে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ নেন খন্দকার জসিম আহমেদ। ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা ডিজিটাল জালিয়াতি করে আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নামে বাধ্যতামূলকভাবে মোটা অঙ্কের টাকা আদায় ও দামী উপহারসামগ্রী নেওয়া তার কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। শিক্ষকদের শ্রান্তি-বিনোদন ভাতা পেতেও জনপ্রতি ৫০০-১০০০ টাকা হারে ঘুষ নেন তিনি। খন্দকার জসিম আহমেদের অনিয়ম-দুর্নীতি এবং হয়রানির কারণে উপজেলা শিক্ষক মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
 
ভুক্তভোগী এক শিক্ষক জানান, ‘বকেয়া বিল পেতেও তিনি মোটা অংকের ঘুষ দিতে বাধ্য করেন শিক্ষকদের। হয়রানির ভয়ে আমরা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছি না।’ একাধিক প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের উন্নীত স্কেলের এককালীন অর্থ বরাদ্দ আসার পর শিক্ষা অফিসার জসিম আহমেদ আমাদের কাছে শতকরা ৫টাকা হারে দাবি করেন। প্রথমে আমরা রাজি না থাকলেও পরবর্তীতে কর্মকর্তার অসৎ দাবি পূরণ করেই এসব টাকা উত্তোলন করতে হয়েছে। উৎকোচ ছাড়া কোনো কাজ করেন না খন্দকার জসিম আহমেদ। কোনভাবেই তার হাত থেকে এর প্রতিকার মিলছে না। ধাপে ধাপে বাড়ছে তার উৎকোচ চাহিদা।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, ক্ষুদ্র মেরামতসহ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ শেষ করে বিল তুলতে গেলে কাজ সম্পন্ন করা হয়েছে মর্মে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয় এবং কাজের মান যাচাই বাছাই করে উক্ত অফিসের কর্মকর্তার প্রত্যয়নপত্র নিতে হয়। আর এই প্রত্যয়নপত্র সংগ্রহ করতে খন্দকার জসিম আহমেদকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পযর্ন্ত ঘুষ দিতে হচ্ছে।’ 

অভিযোগ উঠেছে, ঝালকাঠি উপজেলা শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমেদ যোগদানের পর থেকেই শিক্ষা অফিসকে দুর্নীতি-অনিয়ম-ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত করেছেন। একাধিক প্রধান শিক্ষক জানান, প্রতিবছর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সরকারি নানা কার্যক্রম পালন করার জন্য সরকারিভাবে নির্দেশনা রয়েছে। একটি কার্যক্রমের জন্য সরকার প্রতি উপজেলায় ২১ হাজার টাকা অর্থ বরাদ্দ দিয়ে থাকে। জাতীয় এসব দিবসে বরাদ্দকৃত বেশিরভাগ অর্থ আত্মসাৎ করেন খন্দকার জসিম আহমেদ। উপজেলা আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করার জন্যও সরকার প্রায় সমপরিমাণ টাকা বরাদ্দ দেয়। এ টাকারও বেশিরভাগ তিনি আত্মসাৎ করেন। অভিযোগকারী শিক্ষকদের মধ্যে একজন জানান, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে ফুল কেনার জন্য প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দুই হাজার টাকা থেকে প্রতিবার স্কুলপ্রতি ৭০০-৮০০ টাকা  রেখে দেন এই কর্মকর্তা। সরকারি বিধি অনুসারে কর্মস্থলে থাকার বিধান থাকলে সরকারি এ নিয়ম থাকলেও থোড়াই কেয়ার করছেন দুর্নীতিবাজ এ কর্মকর্তা। তিনি ঝালকাঠি না থেকে বেআইনীভাবে বরিশাল নগরীর করীম কুটির এলাকায় দুর্নীতি ও ঘুষের টাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। খন্দকার জসিম আহমেদের বর্তমান কর্মস্থল ঝালকাঠি অফিসের অনেকেরই অভিযোগ, তিনি কোনো সময়ই নিয়মিত অফিসে আসেন না। কেবল ঘুষ, দুর্নীতি, অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাদের ব্যক্তিগত নানা কাজে ব্যবহার করারও অভিযোগ পাওয়া গেছে খন্দকার জসিম আহমেদের বিরুদ্ধে। শিক্ষকদের নানাভাবে হেনস্তা করলেও কোনো শিক্ষক হয়রানির ভয়ে তা প্রকাশ করেন না। শিক্ষকরা তার কাছে জিম্মি হয়ে পড়েছেন। এমনকি যে শিক্ষকরা তার এসব অপকর্মের খবর ফাঁস করেছেন তাদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন এই উপজেলা শিক্ষা কর্মকর্তা।
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খন্দকার জসিম আহমেদ বলেন, আমি অনেক বছর আগে কম টাকায় বরিশালে জমি কিনেছি। এখন জমির দাম অনেক বেশি। সিটি কর্পোরেশন থেকে ছয়তলা ফাউন্ডেশনের প্লান পাস করেই চারতলার ছাদ ঢালাই কাজ শেষ করেছি। সবকিছু নিয়ম মেনেই বৈধ আয়ে করছি। দুর্নিতী অনিয়মের অভিযোগ সঠিক নয়।

প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন জানান, ‘ঝালকাঠি উপজেলা শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমেদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে ডিজি মহাদয় বা আমার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com