প্রতীক বরাদ্দের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছড়িয়ে পড়েছে ভোটের উৎসব। দলীয় প্রার্থীরা দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। এরবাইরে আলোচিত প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তাদের কাঙ্খিত প্রতীক। বেলা ১১ টা থেকে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলার ৬ টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রতীক বরাদ্দ করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন 'কলারছড়ি' প্রতীক।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা দু'জনেই 'কলারছড়ি' প্রতীক চান। পরে সমঝোতায় মৃধা 'কলারছড়ি' মঈনকে ছেড়ে দেন। মঈন ২০১৮ সালে একই প্রতীকে নির্বাচন করেন। মৃধা পরে ঈগল প্রতীক বাছাই করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন 'কাঁচি' প্রতীক। এই আসনের আওয়ামীলীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ করার পর তার সমর্থকরা গাড়ি বহরসহ মিছিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন।
৬টি আসনের মোট ৩৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পেয়ে প্রভাবশালী প্রার্থীদের সবার সমর্থকরা স্লোগানে মুখর করেন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা। মিছিল করে বেড়িয়ে যান প্রার্থীকে নিয়ে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com