জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আলমগীর কবীর হৃদয়, পাবনা ||
২০২৩-১২-১৭ ০৯:৩১:৫২
১৬ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেশের ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে "জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন পাবনা।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, তারপর আওয়ামী শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করে, তারপর ক্রমান্বয়ে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনায় নৃত্য পরিবেশন, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, আকবর আলী মুন্সি, পুলিশ সুপার পাবনা,প্রধান অতিথি মুহা. আসাদুজ্জামান জেলা প্রশাসক পাবনা, আলোচনা করেন। তারপর আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় জেলা শিল্পকলা একাডেমির সমবেত আবৃত্তি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর সংগীত পরিবেশন, নববেশ নৃত্যাঙ্গনের নৃত্য ,বাংলাদেশ শিশু একাডেমির বৃন্দ আবৃত্তি, জেলা শিল্পকলা একাডেমির সংগীত পরিবেশন, সোনার বাংলা মা একাডেমির নৃত্য পরিবেশন পরিচালনা সুমন আলী, উত্তরণ পাবনার যৌথ কবিতা আবৃত্তি আলমগীর কবীর হৃদয় ও সৈয়দা জহুরা ইরা, বাংলাদেশ শিশু একাডেমির গান,গন্তব্য র নৃত্য পরিবেশন, ললিত কলা কেন্দ্র ইফা সংগীত পরিবেশন, নৃত্যান্চল একাডেমির নৃত্য পরিবেশন দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। সবশেষে মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357