গাজীপুরে দুর্ঘটনায় তিন ট্রেনের শিডিউল বাতিল

নিজস্ব প্রতিবেদক: || ২০২৩-১২-১৩ ০২:৩৫:৩৯

image

গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্পে পথে চলাচল করছে। এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশন এলাকায় গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেন ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহে চলাচলকারী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে চলাচল করছে। ইতোমধ্যে ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে হলেও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে পরিচালনা করা হচ্ছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com