ঝালকাঠি জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। জেলায় মঙ্গলবার ৮৯০৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদের মধ্যে ৬মাস থেকে ১১ মাস বয়সী ১০৩২৬ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৮৭১১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
সকাল ৯ টায় ঝালকাঠি আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের এমও ডাঃ মোস্তাফিজুর রহমান সহ ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ এবং ও আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে মোট ৮২৪টি কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসুচির আওয়াতায় ক্যাপসুল খাওয়োনো হয়। এছাড়া ভ্রাম্যমান টিম জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com