ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি || ২০২৩-১২-১২ ০৫:০৪:৩৬

image

ঝালকাঠি-১( রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম মনিরুজ্জামান মনির। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলে ১% ভোটারদের তথ্যের বিষয়ে প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ্ গুল নিঝুম। পরে ইসিতে আপিল আবেদন করে মঙ্গলবার সকালে মনির প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল অনুযায়ী ৩ডিসেম্বর সকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় দলীয় মনোনয়ন বিষয়ে বাদ পড়েন বর্তমান এমপি বজলুল হক হারুন, স্বতন্ত্র প্রার্থীর ১% সমর্থকের স্বাক্ষরে গড় মিলের অভিযোগে আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম মনিরুজ্জামান মনিরসহ ৬জন।

প্রার্থিতা ফিরে পেতে এম মনিরুজ্জামান মনির আপীল করেন সিইসির আপিল বিভাগে। আপিলের তৃতীয়দিন শুনানীতে প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন। খবরটি রাজাপুর-কাঠালিয়া এলাকার জনতার মাঝে ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকায় শুরু হয় উৎসবের আমেজ। শুরু হয় নানান জল্পনা-কল্পনা ও গুঞ্জন। তবে সবারই মন্তব্য এবার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ব্যরিস্টার শাহজাহান ওমর বীরউত্তম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুজ্জামান মনিরের মধ্যে হাড্ডহাড্ডি লড়াই হবে। জমবে এবার ভোটের মাঠও। একজন সাবসেক্টর কমান্ডার আরেকজন মুক্তিযোদ্ধার প্রজন্ম। স্বাধীনতা স্বপক্ষের দু'ব্যক্তির প্রতিদ্বন্ধিতায় উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়ায়) আসনে।

এম মনিরুজ্জামান মনির জানান, আমি দলীয় মনোনয় চেয়েছিলাম। নেত্রী যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। তবুও তিনি সারাদেশে চেয়েছেন প্রতিদ্বন্ধিতাপুর্ণ নির্বাচন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সাবমিট করেছিলাম। জেলা রিটার্নিং অফিসার নগন্য কারণে আমার মনোনয়ন বাতিল করেন। এতে রাজাপুর-কাঠালিয়াবাসী আশাহত হন। জনসাধারণের মুখের দিকে চেয়ে প্রার্থিতা ফিরে পেতে সিইসি'র কাছে আপীল করেছি। আপীলে প্রার্থীতা ফিরে পাওয়ায় শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com