দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারো মেয়েরা এগিয়ে রয়েছে।তবে পাসের হার ও জিপিএ দুটোই কমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলেন ১১ হাজার ৮৩০ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি।
এ বছরে ৭৮ দশমিক ৩৬ ভাগ ছাত্রী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৯৪ জন। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭০ দশমিক ৪৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫জন। দিনাজপুর বোর্ডে এ বছর শতভাগ পাস করা কলেজের সংখ্যা ১৩টি। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ১৬ টি।
রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স. ম. আব্দুস সামাদ আজাদ এ ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টার দিকে এই ফলাফল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়।
এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার ৬৭১টি কলেজে মোট ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৫৯ জন।
ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি হওয়ায় কৃতকার্য মেয়েদের বেশ আনন্দ উল্লাস করতে দেখা গেছে
ফলাফল প্রকাশের পর দিনাজপুর সরকারি মহিলা কলেজ,সরকারি কলেজ এবং হলিল্যান্ড কলেজে আনন্দ উল্লাস বেশ জমে উঠে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com