ভোলার বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃ জহিরুল হক, ভোলা || ২০২৩-১১-১৪ ১০:৩৫:২১

image
দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ আর্থসামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ নভেম্বর) গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এ-র মাধ্যমে ভোলায় বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন। এ সময় ভোলা জেলায় ১০৫ টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২০২.০৫ মিটার বিশিষ্ট ১ টি পিসি আরসিসি গার্ডার ব্রিজ, ২২ টি প্রাথমিক বিদ্যালয়, তজুমুদ্দিন সাব-রেজিস্ট্রি অফিস ভবন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্লান ক্রয় ‍ও স্থাপন, ২ টি অনুসন্ধান ও ১ টি মুল্যায়ন কাম উন্নয়ন গ্যাসকুপ খনন, ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী ভবন, ৫ টি মুজিব কিল্লা এবং ১ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের শুভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ভোলা প্রান্তে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ নুর নবী ,সওজ নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, ভোলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক,ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির, উপ সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন, সকল মেয়র,সকল উপজেলা চেয়ারম্যান, জেলা পুলিশের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com