দেশবন্ধু গ্রুপের ভর্তুকি মুল্যে পণ্য পেয়ে উচ্ছ্বসিত কুড়িগ্রামবাসী

এম এস সাগর, কুড়িগ্রাম: || ২০২৩-১১-১৪ ০৫:২১:০৫

image

ঘড়িতে তখন ঠিক সকাল ১১টা। একটি বড় কার্গো ট্রাক এসে দাঁড়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর উদ্যানে সামনে। ট্রাকের দুই পাশে বড় বড় দুইটি সাইনবোর্ড়। যাতে লেখা ছিলো-ভর্তুকি মূল্যে দেশবন্ধু গ্রুপের পণ্য বিক্রয়। অর্থাৎ বাজার মূল্যের চেয়ে ৩৫শতাংশ ভর্তুকিতে নিজস্ব কারখানায় ও নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত পণ্য দেশবাসীর কাছে বিক্রি করবে গ্রুপটি। গাড়িটি এসে দাঁড়াতে না দাঁড়াতেই মুহুর্তের মধ্যে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে যায়। দেশবন্ধু গ্রুপের পরিচালক (আবাসিক) উত্তারঞ্চল ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম লাল এবং সাহেরা অটো রাইস মিলের সহকারী ব্যবস্থাক জাহাঙ্গীর আলমের আয়োজনে ভর্তুকি মূল্যে চাল ৫কেজি ২শত টাকা, চিনি ১কেজি ১শত টাকা, দেশী মুসুর ডাল ১কেজি ১শত টাকা প্যাকেজ মোট ৪শত টাকায় বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সামছুল আলম, কাউন্সিলর আবু সাইদ, রুহুল আমিন, মজিবর রহমান ও মহিলা কাউন্সিলর মিনু বেগম, আলেয়া বেগমসহ দেশবন্ধু গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশবন্ধু গ্রুপ সূত্রে জানা গেছে, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব গোলাম মোস্তফা নিত্যপণ্যের দাম উর্ধ্বগতির কারণে কুড়িগ্রামের সাধারণ মানুষের পাশে দাড়ায়। (১৪নভেম্বর) মঙ্গলবার প্রতিবারের ন্যায় আজ থেকে নাগেশ্বরী পৌর উদ্দ্যান, ভুরুঙ্গামারী ও কুড়িগ্রাম সদরে দরিদ্র-পিড়িত ১হাজার পরিবারের মাঝে মাত্র ৪শত টাকায় ভর্তুকি মূল্যে চাল ৫কেজি ২শত টাকা, চিনি ১কেজি ১শত টাকা, দেশী মুসুর ডাল ১কেজি ১শত টাকা বিক্রি করছেন। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে ভর্তুকি মূল্যে দেশজুড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ। ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে-চাল, ডাল, চিনি।

লাইনে দাঁড়িয়ে পাঁচ কেজি চাল, এক কেজি চিনি ও এক কেজি দেশী মশুরের ডাল ৪টাকায় কেনেন অতি দরিদ্র ফাতেমা বেগম, বিউটি রায়, আরতী রালা। নিজ এলাকায় কম দামে পণ্য পেয়ে তারা আবেগে আপ্লুত হয়ে বলেন, সরকার টিসিবির মাধ্যমে আমাদের মতো গরিব মানুষের জন্য কম দামে চাল-ডাল, তেল-চিনি ও পেঁয়াজের ব্যবস্থা করেছেন। সেখানে লাইনে দাঁড়িয়ে নিতে বেশ ঝামেলা ও অনেক সময় লাগে। তারা আরো বলেন, টিসিবির মতো দেশবন্ধু গ্রুপ গরিব মানুষের কথা চিন্তা করে ভর্তুকি দামে চাল-ডাল, চিনি দিচ্ছে। এখানে কোনো ঝামেলা নাই ও কোন সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই তারা প্রয়োজনীয় পণ্য হাতে পেয়েছেন।

আজ মঙ্গলবার নাগেশ্বরী পৌর উদ্যানে গিয়ে দেখা যায়, রিস্কা চালক আব্দুস সালাম, সফিকুল ইসলাম, ওমেদ আলীসহ অনেক গরিব মানুষ ও যে কেউ লাইনে দাঁড়িয়ে কিনতে পারছেন দেশবন্ধু গ্রুপের পণ্য। ট্রাকভর্তি পণ্য প্রায় এক ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। দেশবন্ধু গ্রুপের পণ্যের মধ্যে বেশির ভাগ মানুষ্যের চাহিদা ছিলো চাল- চিনি ও ডালের।

নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু বলেন, দেশবন্ধু গ্রুপের ভর্তুকি মূল্যের পণ্যে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু গরিব মানুষ নয়, মধ্যম ও নিম্ন মধ্য এমনকি উচ্চ মধ্যম কাতারের মানুষও আসছেন ভর্তুকি মূল্যেও পণ্য কিনতে। যারা এসেছিলেন পণ্য থাকা সাপেক্ষে সবাইকে সুন্দরভাবে সরবরাহ করা হয়েছে।  

দেশবন্ধু গ্রুপের প্রতিষ্ঠান সাহেরা অটো রাইস মিলের সহকারী ব্যবস্থার জাহাঙ্গীর আলম বলেন, ভর্তুকি মূল্যে দেশবন্ধু গ্রুপের এসব পণ্য কিনে সাধারণ মানুষ খুব খুশি। তারা বলছেন এ সেবা সারা বছর অব্যাহত থাকুক। মানুষের এমন চাহিদা উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। তারা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নিবেন।   

দেশবন্ধু গ্রুপের পরিচালক (আবাসিক) উত্তারঞ্চল ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম লাল বলেন, আজ থেকে নাগেশ্বরী পৌর উদ্দ্যান, ভুরুঙ্গামারী ও কুড়িগ্রাম সদরে দরিদ্র-পিড়িত ১হাজার পরিবারের মাঝে মাত্র ৪শত টাকায় ভর্তুকি মূল্যে চাল, চিনি, দেশী মুসুর ডাল বিক্রি চলছে। তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম মাঝে মধ্যে উর্ধ্বগতির দিকে গেলে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের পাশে দাড়ায়। এ ধারাবাহিকতায় গত ২০বছর ধরে সাধারণ মানুষের মাঝে সুলভ মুল্যে নিজেদের পণ্য পৌছে দেয়ার ব্যবস্থা করে আসছে দেশবন্ধু গ্রুপ। ৩৫শতাংশ ভর্তুকি মুল্যে তাদের এসব পণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি চলছে এবং এই সেবা অব্যাহত থাকবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com