কক্সবাজারে ইয়াবা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি || ২০২৩-১১-০৬ ০৫:৩০:৩২

image

কক্সবাজারে ১ লাখ ৫০ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  ৬ নভেম্বর কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মো: শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল গ্রামের মৃত আশরাফ মিয়ার পুত্র।

আদালত সূত্রে জানা গেছে,  ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ র ্যাব ১৫ এর একটি দল শাহজাহান কে পালংখালীর বালুখালী পান বাজারের  ফ্রেন্ডশিপ হাসপাতাল গেইট সংলগ্ন এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক করে। একইদিন এই বিষয়ে র ্যাবের পক্ষ থেকে উখিয়া থানায় একটি মামলা  ( নং ১২৮) দায়ের করা হয়। এরপর মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইবুনালে (এসটি নং ১২৫/২৩) পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ট্রাইবুনালের বিচারক মামলায় গ্রেফতারকৃত শাহজাহানকে দণ্ডাদেশ প্রদান করলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com