ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন, ভোটার উপস্থিতি কম

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া || ২০২৩-১১-০৫ ০২:০৬:০৪

image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে চলছে ভোট গ্রহন । তবে ভোটের এই দুই ঘন্টা ৩০ মিনিটে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি লক্ষ্যনীয় নয়। সকালে প্রথম দুই  ঘন্টায় কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই।  সোয়া ৯টায় আশুগঞ্জ উপজেলার তারুয়া শালুকপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট পড়ে ৮৭টি,সরাইল কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে ১০.৩০ মিনিটে বোট পড়েছে ২৪৪ এবং  সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট পড়েছে ৮৭টি। নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। 

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আড়াই হাজার পুলিশ-আনসারের পাশাপাশি রয়েছে ৭ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৮টি দল।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনে ৮০০ পুলিশ ও ১৫৮৪জন আনসার মোতায়েন করা থাকবেন। এছাড়া বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। 

একাদশ সংসদের মেয়াদকালে আজকের উপ-নির্বাচন নিয়ে ৩ টি নির্বাচন হচ্ছে এখানে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান ম বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঞা। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করলে ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতা করে আওয়ামীলীগের সমর্থনে আবারো জয়ী হন উকিল আবদুস সাত্তার ভূইয়া।

গত ৩০ সেপ্টেম্বর  তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল দেয়  নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ ৫জন প্রার্থী অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয়পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটারদের দাবি লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে। 

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। এরমধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৬০৫জন ও আশুগঞ্জ উপজেলায় এক ৪৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন।  আসনটিতে ১৯৭৩ সালের আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর খুনি তাহের উদ্দিন ঠাকুর সর্বশেষ জয়লাভ করেছিলেন। এরপর গত ৫০ বছরে আওয়ামী লীগের কোন প্রার্থী এই আসনে জয়লাভ করতে পারেননি। এই আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়া। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা মহাজোট থেকে লাঙ্গল প্রতীক নিয়ে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া চার দলীয় জোট থেকে ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ফজলুল হক আমিনী জয়লাভ করেছিলেন। এই উপ-নির্বাচনে ২২ বছর পর আওয়ামীলীগ দলীয় প্রার্থী দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com