বিশ্বজুড়ে কমেছে আক্রান্ত ও মৃত্যু, বেড়েছে সুস্থতা

ডেস্ক রিপোর্ট || ২০২০-০৮-২৫ ০২:২০:৩০

image

প্রাণঘাতি করোনা ভাইরাসের অব্যাহত তাণ্ডবে বেড়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। ইতিমধ্যে বিশ্বের ২ লাখ ১২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। হানা দিয়েছে ২ কোটি ৩৮ লাখের বেশি মানব দেহে। তবে, গত একদিনে কিছুটা কমেছে দাপট। এদিন সুস্থতা বাড়লেও, কমেছে সংক্রমণ ও মৃতের সংখ্যা।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৪ হাজার ৩৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ১৬ হাজার ৫৭৪ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ১৩ হাজার ৬০৯ জন মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৮ লাখ ২ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে।

আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি পৌনে ৬৩ লাখ ৫১ হাজারের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন প্রায় পৌনে ৩ লাখ ভুক্তভোগী।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৯ লাখ ১৫ হাজারের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৮১ হাজার ১১৪ জন।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ২৭ হাজারের অধিক। প্রাণহানি ১ লাখ ১৫ হাজার ৪৫১ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৫৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬৫ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৫৮ হাজার ৫৪৬ জনে ঠেকেছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৬১ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ১১ হাজার। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৫৯ জনের।

পেরুতে আক্রান্ত ৬ লাখ ছাড়িয়ে গেছে। যেখানে মৃতের সংখ্যা ২৭ হাজার ৮১৩ জন।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ ৬০ হাজারের বেশি। প্রাণ গেছে ৬০ হাজার ৪৮০ জন মানুষের।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৫ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬১২ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৪ লাখ ২১ হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৮৭২ জনের।

চিলিতে সংক্রমণ ৪ লাখ হতে চলেছে। এর মধ্যে ১০ হাজার ৯১৬ জনের প্রাণ কেড়েছে করোনা।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৬১ হাজারের অধিক। প্রাণহানি ঘটেছে ২০ হাজার ৭৭৬ জনের।

আর্জেন্টিনায় করোনা হানা দিয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষের দেহে। প্রাণ কেড়েছে ৭ হাজার ৩৬৬ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ২৬ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪৩৩ জন মানুষের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৯১ জন।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৯৮৩ জনের।
এআই/এসএ/

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com