মিডিয়াকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ক্যাপস ও পিআইবি

নিজস্ব প্রতিবেদক || ২০২৩-১১-০৩ ০৬:২৩:৫৮

image
আসন্ন জলবায়ু সম্মেলন কাভার করতে ইচ্ছুক এবং অংশগ্রহণ করবেন এমন সাংবাদিক ও মিডিয়াকর্মীর দক্ষতা উন্নয়ন ও মেনটরিং কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)। শুক্র ও শনিবার (০৩ ও ০৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ দিনব্যাপী; প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ সাংবাদিকদের দক্ষতার বৃদ্ধি এবং আসন্ন কপ২৮ সংবাদ গ্রহণের প্রস্তুতির জন্য ‘Journalism in the Age of Climate Action: COP28 Coverage Strategies and Mentoring’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আয়োজনে এবং অন্যান্য ৯টি পরিবেশবাদী সংগঠনের সহযোগিতা করছে। কর্মশালায় অংশ নেবেন অধ্যাপক ড. আইনুন নিশাতসহ অন্যান্য দেশ বরেণ্য পরিবেশ ও জলবাইয়ু বিশেষজ্ঞ এবং সাংবাদিক ব্যক্তিত্বগণ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল। কর্মশালার প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন ২য় বারের মতো আয়োজক প্রতিষ্ঠান ক্যাপস চেয়ারম্যান এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। অন্যানেৱ মধ্যে আছেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রানা মোহাম্মদ সোহেল এবং প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com