প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক
বরিশাল প্রতিনিধি ||
২০২৩-১০-২১ ১২:৫৪:০৪
কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষ্যে মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করে সময় পার করছেন।
শনিবার তিনি বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ৮ পূজা মণ্ডপ পরিদর্শন করে নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এর আগে তিনি মুলাদী উপজেলার ১০ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের আওয়ামী মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যারযার উৎসব সবার। একটি অসাম্প্রদায়কি রাষ্ট্র ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনায়। আর সেই অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন করে যাচ্ছে বঙ্গকন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধার সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) এর নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকালে সাম্প্রদায়িক কোন ঝামেলা থাকে না। ২০২৪ সালের নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগ সরকারকে পূনরায় ক্ষমতায় আনবেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাবুগ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি, সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, মুলাদী যুবলীগের আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনির, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক হাসানুর রহমান খান, সদস্য গোলাম কিবরিয়া, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ছাত্রলীগের বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার আহবায়ক তারিকুল ইসলাম নাইম, ছাত্র লীগ নেতা সোলাইমান প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357