জেনেসিস প্রি-স্কুলের "লার্ন উইথ ফান" প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
২০২৩-১০-২১ ১২:৪১:২৬
রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ সংলগ্ন জেনেসিস প্রি-স্কুল ২১ অক্টোবর শনিবার ছায়ানট সাংস্কৃতিক ভবনে এক বর্নাঢ্য "লার্ন উইথ ফান" প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিশুদের দিয়ে কবিতা, গান, নাচ, শিক্ষামূলক নাটিকা ইত্যাদি সহশিক্ষা পরিবেশন করা হয়। ৩ থেকে ৮ বছর বয়সী শিশুরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মোসা. ওয়াহিদা আক্তার বলেন, জেনেসিস প্রি-স্কুল ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই চাপমুক্ত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন-সবজি উৎসব, ফল উৎসব, স্টোরি টেলিং ডে, গণিত উৎসব, স্পেলিং উৎসব, বিজ্ঞান মেলা, বৈশাখ ও বসন্ত উৎসব, নৈতিক শিক্ষাদান প্রোগ্রামসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের মাধ্যমে শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করছে। গত ১০ বছরে স্কুলটি ইতোমধ্যে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছেন।
সমাপনী বক্তব্যে স্কুলের চেয়ারম্যান ড. মোল্লা আজফারুল হক বলেন, শিশুদের পড়াশোনা শুরুটা যত আনন্দদায়ক হবে ততই শিশুদের চিন্তা ও মননে বিকশিত হবে। তিনি আরও বলেন, স্কুলটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন একঝাঁক তরুণ বিসিএস ক্যাডার কর্মকর্তা যারা রাজধানীর অসংখ্য স্কুলের ভিড়ে জেনেসিসকে প্রি-স্কুলকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আনন্দদায়ক পাঠদান ও চাপমুক্ত পড়াশোনা নিশ্চিতকরণসহ জন্য নানা পরামর্শ দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চমৎকার ও শিক্ষণীয় এই অনুষ্ঠান আয়েজনের জন্য শিক্ষিকাসহ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। মঞ্চে সকল শিক্ষার্থীর অংশগ্রহনে "আমরা করব জয়" গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা দায়িত্বে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আক্তার লোপা ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়াদিফা রহমান অপ্সরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357