কুড়িগ্রামে ৪২৫পিস ইয়াবা, ৫বোতল বিদেশী মদসহ গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২

এম এস সাগর, কুড়িগ্রাম: || ২০২৩-১০-২১ ০৬:২৪:৩৪

image

কুড়িগ্রামের রৌমারী ও উলিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪২৫পিস ইয়াবা ও ৫বোতল বিদেশী মদসহ ৪জন এবং গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৮জন কে গ্রেফতার করেছে। 

কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের অভিযানে (২০অক্টোবর) শুক্রবার রাত আনুমানিক ২টায় সিজি-জামান সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বেহুলারচর এলাকার মাদক কারবারি মোঃ মমিন চান (১৯) কে ৩২৫পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। অন্যদিকে রৌমারী পুলিশ আরো একটি অভিযান চালিয়ে শুক্রবার রাতে বন্দবেড় ইউনিয়নের মাদক কারবারি মো আব্দুল মমিনকে ৫বোতল বিদেশী মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে। এছাড়াও উলিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে (২১অক্টোবর) রাত আনুমানিক ৫টায় নামাজের চরের বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে রাজারহাট থানার মাদক কারবারি শ্রী রাখাল চন্দ্র বর্মণ (২২) ও কুড়িগ্রাম সদরের শিবরাম এলাকার মোঃ একরামুল হক (৪৩) দুইজন কে ১০০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

গত ২ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৬, উলিপুর ১জন। নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম ২, নাগেশ্বরী ২, রৌমারী ২, কচাকাটা ১জন এবং ১৫১ধারায় কুড়িগ্রাম সদর থানায় ৩জন। ৩৪ধারায় কুড়িগ্রাম সদর থানায় ১জনসহ মোট ১৮জন কে গ্রেফতার করে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী ও উলিপুর থানায় পৃথক পৃথক ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৮জন কে গ্রেফতার করা হয়ে।ছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছি।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com