নিরাপদ খাদ্য কর্মকর্তাদের ট্যাব বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ||
২০২৩-১০-২০ ১২:৩৩:৫৪
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যস্থাপনা পরিদর্শন সংক্রান্ত কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে জাইকার অর্থায়নে পরিচালিত STIRC (স্টার্ক) প্রকল্প কর্তৃক ট্যাবলেট বিতরণ করা হয়। এ উপলক্ষে ১৯ শে অক্টোবর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু নূর মোঃ শামসুজ্জামান।
বিএফএসএ-র সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা প্রকল্পের টিম লিডার আতসুসি কোয়ামা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাইকার প্রকল্প পরিচালক আব্দুন নাসের খান।
এ সময় উপস্থিত ৬৪ জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের মধ্যে মনিটরিং কাজ পরিচালনা ও প্রতিবেদন প্রস্তুতের জন্য ট্যাবলেট বিতরণ এবং প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাইকা কর্তৃক বিতরণকৃত ট্যাব যথাযথ ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিরাপদ খাদ্য নিশ্চিতে ও কাগজবিহীন প্রতিবেদন তৈরীতে অগ্রণী ভূমিকা রাখবে।
জাইকা প্রকল্পের টিম লিডার আতসুসি কোয়ামা বলেন, বিতরণকৃত ট্যাব ব্যবহারের মাধ্যমে কর্তৃপক্ষের জেলা পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ মনিটরিং কার্যক্রম পরিচালনায় আধুনিকায়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।
মঞ্জুর মোর্শেদ আহমেদ বলেন, ঝুঁকিভিত্তিক মনিটরিং নিশ্চিত করতে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষ নতুন যুগে পদার্পণ করলো এবং দেশের জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে আরো এক ধাপ এগিয়ে গেলো।
জাইকার প্রকল্প পরিচালক আব্দুন নাসের খান স্বাগত বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিকায়ন জাইকার এ উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357