উত্তরণ পাবনার আয়োজনে পাবনা জেলার ১৯৫ তম জন্মদিন পালন
পাবনা প্রতিনিধিঃ ||
২০২৩-১০-১৬ ১২:৩৬:২১
দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা'র আয়োজনে পাবনা জেলার ১৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রদীপ প্রজ্জোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর পেপার কর্ণার চত্ত্বরে।
উক্ত অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন (জেলা পরিষদ চেয়ারম্যান), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি এম ফজলুর রহমান (সভাপতি পাবনা প্রেসক্লাব ও উপদেষ্টা উত্তরণ পাবনা), এস এম মাহবুব আলম (সম্পাদক দৈনিক সিনসা' ও উপদেষ্টা উত্তরণ পাবনা),আবুল কাশেম সাবেক সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা,এনামুল হক টগর (সভাপতি আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ও উপদেষ্টা উত্তরণ পাবনা)
রুহুল আমিন বিশ্বাস রানা (ব্যবস্থাপনা পরিচালক রানা গ্রুপ),কাজী মাহাবুব মোর্শেদ বাবলা সাধারণ সম্পাদক রিপোটার ইউনিটি পাবনা ও উপদেষ্টা উত্তরণ পাবনা, শহিদুর রহমান শহীদ, সভাপতি জেলা কৃষকলীগ, হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগ,সুমন আলী (সভাপতি মিডিয়া এ্যাসোসিয়েশন), সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ কাজল,শফিক আল কামাল (স্টাফ রিপোটার এশিয়ান টিভি),হুমায়ূন কবির খোলা (কাগজ পাবনা জেলা প্রতিনিধি) এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সহ সভাপতি মাসুূদ হাসান রনি, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সহ সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, প্রচার সম্পাদক সুপ্ত নীড়, সহ প্রচার সম্পাদক রজনী আক্তার, আন্তর্জাতিক সম্পাদক ফাহাদ আলম প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357