ভোলায় ফিলিস্তিনে দখলদার ইসরাইলির গনহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
ভোলা প্রতিনিধি: ||
২০২৩-১০-১৩ ১১:৪৫:৪৯
ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহ্বানে ফিলিস্তিনিদের উপর বর্রবর ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিনত হয়ে আজ মানবিক বিপর্যয়ের মুখে গাজা ভূখন্ড এই বর্বোরোচিত হামলায় নিস্পাপ শিশুরাও প্রান হারাচ্ছে এর প্রতিবাদে আজ ১৩(অক্টোবর)শুক্রবার, জুমার নামাজ শেষে কালিনাথ রায়ের বাজার হাট খোলা মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার ধর্মপ্রান মুসলমানরা অংশ গ্রহন করেন। এ সময় বক্তারা বলেন আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। আট দশক ধরে গাজা দখল করে দখলদাররা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। পরে বিক্ষোভ মিছিলটি সদর রোড হয়ে বাংলা স্কুল মোড় দিয়ে গিয়ে নতুন বাজার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
গোরস্থান জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া মাদরাসা মুহতামিম মাওলানা মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খলিফা পট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন,নাছির মাঝি মাদরাসার মুহতামিম
মাওলানা মোঃ বশির উদ্দিন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যাক্ষ ও ভোলা জেলা জামিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক
আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, কওমী মাদ্রাসার শিক্ষা সচিব আলিনগর আজিজিয়া মাদরাসা মুহতামিম আলহাজ্ব মাওলানা ইয়াছিন নবীপুরী, জামেয়া ইসলামিয়া মোহাম্মদদিয়া উকিলপাড়া গোরস্থান মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী,রতনপুর সিরাজুল উলুম ইব্রাহীমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমান, বকুলতলা জামে মসজিদ মুহতামিম আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন,বড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরে আলম, দিদার মসজিদের ইমাম মাওলানা মোঃ তাজ উদ্দীন ফারুকী, তানজিমুল কোরআন মাদরাসা মুহতামিম মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও মাওলানা গোলাম মোর্শেদ প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357