লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় কৃষকলীগ সভাপতির সংবাদ সম্মেলন
লালমোহন (ভোলা) প্রতিনিধি ||
২০২৩-১০-০৭ ০৯:১৭:০১
ভোলার লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি ও লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছ বকসীকে হত্যা চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার বিষয়টি তুলে ধরেন মো. মোখলেছ বকসী। এসময় তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর বাদ মাগরিব লালমোহন পৌর শহরের ১১নং ওয়ার্ডের নিজ বাসা থেকে বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এসময় বাসার অদূরে রাস্তার উপর একদল সন্ত্রাসী পেছন থেকে তার মাথায় আঘাত করে। এসময় হামলকারী কয়েকজন কে চিনতে পারলেও মাথায় আঘাতের ফলে জ্ঞান হারান তিনি।
মোখলেছ বকসী আরো বলেন, দীর্ঘ দুই সপ্তাহের চিকিৎসা শেষে বাড়ি ফিরে উদ্ধারকারীদের মাধ্যমে জানতে পারেন, হামলাকারীরা আমাকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে শুইয়ে রেখে আমারই ব্যবহৃত ছাতা দিয়ে মাথা ঢেকে রেখেছিল। যাতে করে ব্যস্ত সড়কের যানবাহনের চাপায় পিষ্ট হয়ে হামলার ঘটনাটি সকলের কাছে দুর্ঘটনা বলে মনে হয়। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল হত্যা নিশ্চিত করা, কারণ তারা আমার কাছ থেকে ব্যবহৃত মোবাইল কিংবা সাথে থাকা টাকাপয়সা কিছুই নেয়নি।
তিনি বলেন, আমার রাজনৈতিক, ব্যবসায়ীক কিংবা জমিজমা সংক্রান্ত বিষয়ে অনেকের সাথে মতবিরোধ থাকতে পারে। তবে কেন এ হত্যাচেষ্টা করা হয়েছে, তা জানা নেই।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ন্যায় বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন মো. মোখলেছ বকসী।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357