অক্টোবরেই দাবী বাস্তবায়ন চায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
নীলফামারী প্রতিনিধি: ||
২০২৩-১০-০৬ ০৮:০২:১৯
প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গিকার সমুহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গি মোড়ে ফিরে মানববন্ধন সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়।
বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি উত্তম রায় বাদল, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুধির রায় বক্তব্য দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় বলেন, দাবী বাস্তবায়নে আন্দোলন হচ্ছে সারাদেশে। এরই অংশ হিসেবে নীলফামারীতে আজকে কর্মসুচি পালন করা হলো।
আমরা প্রত্যাশা করি সরকার চলতি অক্টোবর মাসেই আমাদের এই দাবীসমুহ পূরণ করবেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357