বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টরের পিকেএসএফের প্রকল্প পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ||
২০২৩-১০-০৪ ০৮:৩৯:৩৬
২ অক্টোবর ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত রাইজ ( RAISE) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর ফর হিউম্যান ডেভেলপমেন্ট নিকোলে ক্লিনজেন।
পরিদর্শনকালে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মানব পুঁজি উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ।
তিনি বলেন, “বিশ্বব্যাংক স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে প্রয়োজনীয় বিনিয়োগ করছে যাতে মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পায়।
এর আগে নিকোলে ক্লিনজেনের নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পিকেএসএফের সহযোগী সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) এবং সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর মাধ্যমে বাস্তবায়নাধীন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রাইজ)’ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের রাইজ প্রকল্পের টাস্ক টিম লিডার এস আমের আহমেদ, কো-টাস্ক টিম লিডার আনিকা রহমান এবং পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রাইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী।
পিকেএসএফ ফেব্রুয়ারি ২০২২ হতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের রাইজ প্রকল্প বাস্তবায়ন শুরু করে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ১ লক্ষ ৭৫ হাজার তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করা হচ্ছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357