সাংবাদিকদের পেশার প্রতি দায়িত্বশীল হতে হবে,পরিশ্রম করতে হবে--পিআইবির মহাপরিচালক
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২৩-১০-০১ ১০:৫৬:৪৮
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাথে মত বিনিময় সভায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা জাফর ওয়াজেদ গণমাধ্যমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি সাংবাদিকদের পেশার প্রতি আরও বেশি দায়িত্বশীল এবং সংবাদ সংগ্রহের জন্য সোর্স বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
বর্তমান জ্ঞানভিত্তিক সমাজে আপনাকে টিকে থাকতে হলে প্রতিটা কাজের অবশ্যই আউটপুট থাকতে হবে। এজন্য কাজের প্রতি দায়িত্ব নিতে হবে। পরিশ্রম করতে হবে।
তিনি আমাদের প্রিন্ট মিডিয়ার অজানা ভবিষ্যৎ নিয়েও কথা বলেন।
গত শনিবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.মনির হোসেনের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, কবি ও গবেষক জয়দুল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউছার এমরান ও পিআইবির রিপোর্টার নাজমুল হাসান মামুন প্রমুখ।
শুরুতেই পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয় ও কার্যকরী সদস্য মজিবুর রহমান খান।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357