বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার
নূর আলম, নীলফামারী ||
২০২৩-০৯-১৭ ১২:৪৪:১৭
ভারতে পাচারকালে ১৯কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল(৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) টহল দল।
উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১৫কোটি টাকারও বেশি।
আজ সকাল সোয়া নয়টার দিকে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমের নির্দেশনায়।
অভিযানে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২৪হাজার ৬৯০টাকা জব্দ করা হয়।
গ্রেফতার জুয়েল পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পাল এর নেতৃত্বে প্রধান পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি স্বর্ণের বারসহ হাতে নাতে জুয়েলকে গ্রেফতার করা হয়।
৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মুল্য ১৫ কোটি ১২লাখ ৬১হাজার ৯৫৮টাকা।
এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় মামলা করে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357