কৃষি উদ্যোক্তাদের নিয়ে নীলফামারীতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ
নীলফামারী প্রতিনিধি ||
২০২৩-০৯-০৯ ০৮:৪৮:০৯
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নীলফামারী শাখার উদ্যোগে কৃষি উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল(টিএলএমআই) নটখানা মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকটি ভাইস প্রেসিডেন্ট মহিবুল ইসলাম।
শাখা ব্যবস্থাপক শরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফার্স এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মৃনাল কান্তি জোয়ার্দ্দার ও সাইফুল ইসলাম খান, সিনিয়র এক্সুকিউটিভ অফিসার সারওয়ার জাহান খান বক্তব্য দেন।
প্রশিক্ষণে জেলার প্রাই দুই’শ কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কাজ করছেন কৃষিতে।
ইউসিবি নীলফামারী শাখা ব্যবস্থাপক শরিফুর রহমান জানান, যারা কৃষি ও মৎস্য উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের আরো সমৃদ্ধ করা এবং দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রয়োজনীয় কারিগরি জ্ঞান প্রদান, ব্যবসায়িক পলিসি, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য সহায়তা প্রদান করা হয় এই কর্মশালায়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357