পার্বতীপুর রেলওয়েতে দূর্ধর্ষ চুরি বিপুল পরিমানের রেল লাইন ও গ্যাস সিলিন্ডারসহ ৪ চোর গ্রেফতার
মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর) ||
২০২৩-০৯-০৭ ১১:৩২:৩০
ভবানীপুর – মধ্যপাড়া পাথর খনি রেল পথের ৫ কিলোমিটার রেল লাইন চুরির ঘটনার রেশ না কাটতেই পার্বতীপুর শহরের বাফার গোডাউনে সংযোগকৃত রেল পথে প্রকাশ্যে রেল লাইন চুরির ঘটনা ঘটলো।
সংঘবদ্ধ চোরের দল বুধবার রাতে গ্যাস কাটার দিয়ে কেটে বিপুল পরিমানের রেল লাইন চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার সংবাদ শুনে বুধবার রাত ১১টায় পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় রেল লাইন কাটার কাজে ব্যবহৃত ২টি গ্যাস সিলিন্ডারসহ কেটে নেওয়া ১৭ পিচ রেল লাইন উদ্ধার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানায়, চুরির সাথে সরাসরিভাবে জড়িতরা হলেন রামপুর ইউনিয়নের শিংগিমারী গ্রামের মোকছেদ আলী’র পুত্র রফিকুল ইসলাম(২১), মৃত লুৎফর রহমানের পুত্র তৌহিদুল ইসলাম(২৩), চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র পুত্র জান্নাতুল ফেরদৌস(২৮) ও শহরের নতুন বাবু পাড়া মহল্লার মনতাজ হোসেনের ছেলে ইমতিয়াজ(৪০)। এ চুরির ঘটনার সাথে অজ্ঞাতনামা আরও অনেকেই জড়িত ছিল, তবে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
রেল সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, অতি সম্প্রতি ভবানীপুর – মধ্যপাড়া পাথর খনি রেল পথের মৌলভী’র ডাঙ্গা এলাকা থেকে ৮ফুট লম্বা ও ৫টন ওজনের ৪৬টি চুরি যাওয়া রেল লাইন উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ। এছাড়াও সমগ্র রেল এলাকায় ৮টি রেল সম্পদ চুরির মামলা হলেও সঠিক তথ্য প্রমানের অভাবে এতদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতার অভিযানকারী টিমের একাধিক সুত্র নাম প্রকাশ না করার সর্তে জানায়, সদ্য সংঘঠিত এই চুরির ঘটনায় ইন্ধনদাতা হিসেবে পার্বতীপুরের একাধিক লোহার ব্যবসায়ী ও প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে। এছাড়াও মধ্যপাাড়া পাথর খনির রেল পথে চুরির ঘটনাতেও গ্রেফতার ৪ ব্যক্তিসহ তাদের অন্যান্য সহযোগীরা জড়িত থাকতে পারে মর্মে আসামীদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী’র ইন্সপেক্টর আহসান হাবিব আজ বৃহস্পতিবার দুপুরে জানায়, বুধবার রাতের চুরির ঘটনায় গ্রেফতার ৪ ব্যক্তিকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তাদেরকে পার্বতীপুর রেলওয়ে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলাটি দায়ের করবেন পার্বতীপুর রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ে এর কর্মকর্তা।
রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ে এর কর্মকর্তা আল আমিন জানায়, গ্রেফতার ৪ ব্যক্তিসহ অজ্ঞাতনামা অনেককেই বিবাদী করে মামলা দায়ের করা হবে তা নিশ্চিত। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম ৪ ব্যক্তিকে থানায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের হলেও রেলওয়ে আইন অনুযায়ী এ মামলাটি তদন্ত করবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসারগন। সুচারুভাবে তদন্ত ও আসামীদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ইতিপূর্বে সংঘঠিত হওয়া চুরিসমুহের সাথে জড়িতদেরও পরিচয় সনাক্ত করা সম্ভব হবে। এদিকে সচেতন মহলে দাবী রেলওয়েতে অব্যাহত চুরি বন্ধ করতে সংঘবদ্ধ চোর ও তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদের সনাক্ত করতে হলে উচ্চ পর্যায়ের শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা জরুরী।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357