টেনিসে বিশ্বজয়ের পথে নরসিংদীর মেয়ে সারা আল জসিম
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২৩-০৯-০৭ ১১:৩০:৪২
স্বপ্ন আকাশছোঁয়া টেনিসে করবে বিশ্বজয়। পিতা জসিম উদ্দিন মাতা মমতাজ মুক্তা বাবা মার একমাত্র মেয়ে সারা আল জসিম।
সব বাবা-মা চায় ছেলে মেয়েরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হোক, নরসিংদীর মেয়ে সারা আল জসিম পড়েন নরসিংদীর স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে যার নাম আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম পঞ্চম শ্রেণির ছাত্রী এই বয়সেই দেশী, আন্তর্জাতিক টেনিস খেলায় অর্জন করেছেন বহু পুরস্কার। এ সাফল্যের পিছনে রয়েছে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও গর্ভধারিণী মাতা মমতাজ মুক্তার অবদান। কিন্তু পড়ার টেবিলের চেয়ে যে সারা আল জসিম বেশি টানে বাড়ির পাশের টেনিস কোর্ট! সময় পেলেই হাতে উঠে যায় র্যাকেট আর বল।
৫ বছর ধরে নিয়মিত টেনিস খেলছেন সারা আল জসিম। জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৯ বার। প্রথমে ঢাকায় ২০১৯ সালে বালিকা অনূর্ধ ৮ খেলায় চ্যাম্পিয়ন হন, ২০২০ সালে বালিকা অনূর্ধ্ব ৯ খেলায় চ্যাম্পিয়ন হন, আবারো একই বছরে ২০২০ সালে বালিকা অনূর্ধ্ব ৯ চ্যাম্পিয়ন হন, ২০২১ সালে বালিকা অনূর্ধ্ব ১০ চ্যাম্পিয়ন হন,২০২২সালে বালিকা অনুর্ধ ১০ আরেকটি খেলায় চ্যাম্পিয়ন হন, একই বছর রাজশাহীতে অনুষ্ঠিত বালিকা ১০ চ্যাম্পিয়ন হন,২০২২ একই বছর ঢাকাতে আরেকটি খেলায় বালিকা অনূর্ধ্ব ১২ রানার্সআপ হন।
কেজিতে পড়ার সময় টেনিস ???? খেলতেন সারা আল জসিম। প্রথমে এমদাদুল বর্তমান স্থানীয় টেনিস কোচ বিটিএফ প্রশিক্ষণপ্রাপ্ত ফরহাদ ইসলাম এর কাছে টেনিসের প্রশিক্ষণ নিচ্ছেন। কোচ ফরহাদ ইসলাম জানান,সারা আল জসিম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে, সে ভালো কিছু করতে চায় তার প্রতি তার পিতা মাতা, নিজে স্কুলের সাপোর্ট রয়েছে। টেনিসের প্রতি তার আগ্রহ বেশি, সে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে টেনিস খেলে সুনাম বয়ে আনবে। এরকম একজন ছাত্রীকে খেলা শিখাতে পেরে আমি নিজেও আনন্দিত।
সারা আল জসিমের মাতা মমতাজ মুক্তা জানান আমার মেয়ে টেনিসে আগ্রহ বেশি আমিও চাই আমার মেয়ে বাংলাদেশের হয়ে একসময় আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনুক, সামাজিকভাবে প্রথমে আমার মেয়ের টেনিস খেলা নিয়ে অনেকেই ভালো চোখে দেখেনি।
যখন জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে টেনিস খেলায় বিজয়ী হয়েছেন দেশের হয়ে খেলেছেন, আমার মেয়ের সাফল্য দেখে পরবর্তী সময় সামাজিক গোড়ামী থেকে মানুষ বেরিয়ে এসেছে এখন আমার মেয়ে সমাজের সাপোর্ট পাচ্ছেন, সবচেয়ে বড় সমস্যা হল নরসিংদীতে আমার মেয়ে ব্যতীত অন্য কোন মেয়েরা খেলতে আসছে না টেনিস। এর কারণ অনেক পরিবারই মেয়েদেরকে খেলাধুলায় দিতে চান না । আমি সে সমস্ত পরিবারদের কে বলবো ছেলে এবং মেয়েদের তফাৎ না করে আপনি আপনার মেয়েকে সাপোর্ট দিন খেলাধুলায়।
সারা আল জসিম এর পিতা জসীমউদ্দীন জানান আমি আমার মেয়েকে নিয়ে গর্ববোধ করি, আমি চাই আমার মেয়ে আন্তর্জাতিক অঙ্গনে টেনিস খেলে দেশের মুখ উজ্জ্বল করুক, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমার মেয়ে টেনিস খেলে একাধিক পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের হয়েও খেলেছেন কয়েকবার ।
নেপাল, ভারত, থাইল্যান্ড আমি আমার মেয়েকে প্রশিক্ষণ দিতে নিয়ে গিয়েছি সেখানে আমার মেয়ে ভালো করেছে। আগামী কিছুদিনের মধ্যে আমার মেয়েকে আমি ইউএসএ নিয়ে যাব সেখানে sw19 tennis and picball academy অধীনে প্রশিক্ষণ নিবে, আমি চাই আমার মেয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভালো একজন টেনিস প্লেয়ার হয়ে উঠুক, এজন্য যত রকমের সাপোর্ট করতে গিয়ে ত্যাগ স্বীকার করতে হয় সেটি আমি আমার স্ত্রী করব। দেশের বাহিরে আইটিএফ এশিয়া অনূর্ধ ্ব ১২ বিভাগ ে রানার্সআপ পজিশন জিতেছে আন্তর্জাতিক ম্যাচে প্রথম অংশ নিয়ে, থেকে আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি যখনই যে ম্যাচে খেলতে নামেন সেখানে তার লক্ষ্য থাকে বিজয়ের।
সারা আল জসিম জানান আমার টেনিস খেলার পিছনে আমার পিতা এবং আমার মাতা দুজন আমাকে সাপোর্ট দিয়েছে, আমার পিতা এবং আমার মাতা আমার জন্য তারা দুজনেই আদর্শ, আমার কোচ ফরহাদ ইসলাম ইমদাদুল হক, উনাদের মাধ্যমে আমি ভালো মানের খেলা শিখেছি, আমি সকলের কাছে দোয়া চাই আমার জন্য আমি us, sw19 tennis and pikbal academy অধীনে প্রশিক্ষণ নিতে আমার বাবার সাথে যাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারা আল জসিম বলেছেন আমি আন্তর্জাতিক মানের খেলোয়ারদের মত হতে চাই।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357