জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায় কমিটি গঠন, যুব সংহতির ফুলেল শুভেচ্ছা

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) || ২০২৩-০৯-০৬ ০০:৫৫:৫৪

image
জাতীয় পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩‌ সেপ্টেম্বর পূর্বের কমিটি বিলুপ্ত করে মইনুল হককে আহবায়ক ও সফিয়ার রহমানকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটির আহ্বায়ক এ কে এম মুস্তাফিজুর রহমান (সাবেক এমপি) ও সদস্য সচিব মেজর মোহাম্মদ আব্দুস সালাম (অব) ৬১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেন। এ সময় আগামী ২০ সেপ্টেম্বর এর মধ্যে ফুলবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডের কমিটি সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর রাতে জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সরদার সুমু ও সাধারণ সম্পাদক বাবুল শেখের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় পৃথকভাবে নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়, এ সময় জাতীয় পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য সেকেন্দার আলী ব্যাপারী ও যুব সংহতি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সদস্য সচিব সফিয়ার রহমান জানান, দেশ ও জাতির স্বার্থে উপজেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করব এবং আগামী নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও কাজ করব।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com