কুড়িগ্রামে ৩৫কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি: || ২০২৩-০৯-০২ ০৫:৪৯:৩৫

image

কুড়িগ্রাম পুলিশ সুপারের দক্ষতায় সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশ শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩৫মিনিটে নাগেশ্বরী থানার গাগলা বাজার এলাকায় ১টি মিনি ট্রাকে করে মাদক পরিবহনের সময় ৩৫কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ টাঙ্গাইল জেলার ফতেয়াপুর থানার মাদক কারবারি রিফাত এবং টাংগাইল আদালত পাড়ার মাসুম মিয়া দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামের পুলিশ সদস্যরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। মাদকের সঙ্গে কোনো আপোস নেই।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com