গাজীপুরে যুবলীগ নেতার গাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

হাসিব খান, গাজীপুর : || ২০২৩-০৮-৩১ ০৬:১৫:০৭

image

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ও ফাকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে জেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল  ও তার কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে জেলা  যুবলীগের আহবায়ক সদস্য আজিজুর রহমান জনের ব্যাবসায়িক দুটি গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর ও ফাকাগুলি ছোড়া হয়।এ  ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। গত (৩০ আগস্ট) বুধবার রাত ১১টার দিকে মাওনার প্রশিকা মোড় এলাকায় পরপর দুইবার গুলির ঘটনা ঘটে।

ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ করে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক গুলি ছুড়তে ছুড়তে আসছে। এ সময় রাস্তার পাশে একটি কালো রঙের গাড়ির পাশে নেমে তারা গাড়িটি ভাঙচুর করে। একজন চাপাতি দিয়ে গাড়িটিকে কোপাতে থাকে। অন্যজন গাড়ির ওপর উঠে লাফাতে থাকে। এ সময় তিনটি গাড়ি ভাংচুর করা হয়। প্রতক্ষদর্শী সম্রাট নামের এক যুবক বলেন, রাত এগারোটার দিকে হঠাৎ করে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি নাসির মোড়ল আসেন আজিজুর রহমান জনের শোরুমের সামনে,এ সময় জনকে না পেয়ে তিনি উচ্চস্বরে কথাবার্তা বলে চলে যান। এরপরই তার অনুসারী কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মোটরসইকেলে এসে  ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং  আজিজুর রহমান জনের  ব্যবসায়ী তিনটি গাড়ি ভাঙচুর করে । এসময় আহত হন মাইনুল ও আল আমিন নামে দুই ব্যক্তি। 

যুবলীগ নেতা জন বলেন,গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি নাসির মোড়লের সহযোগীরা এই হামলা চালায় এবং গোলাগুলির ঘটনা ঘটায়। তার লোকজন মাদক কারবারি করে এটা নিয়ে আমি বাধা দেওয়ায় আমার উপর হামলা করে। 
অভিযোগের বিষয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল বলেন,জন ও তার লোকজন প্রথমে আমার গাড়িতে হামলা করে। এরপর আমার কোন নেতাকর্মী অতি উৎসাহিত হয়ে  এ ধরনের হামলা করেছে কিনা এটা আমার বোধগম্য নয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এ এফ এম নাসিম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com