পুঠিয়া-দুর্গাপুর আসনে নির্বাচনী মাঠে প্রয়াত এমপি ফারুকের কন্যা তানজিমা শারমিন মুনি
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী ||
২০২৩-০৮-২৯ ০৪:০৬:২১
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোঃ ফারুক এর কন্যা ও সদ্য প্রয়াত রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপসের বোন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ নেত্রী তানজিমা শারমিন মুনি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সদ্য প্রয়াত বদরুল ইসলাম তাপস গত ২০ আগষ্ট হঠাৎ মৃত্যুবরণ করলে সাবেক সংসদ সদস্যের পরিবারের রাজনীতির হাল ধরতে পরিবারের সন্তান বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ নেত্রী তানজিমা শারমিন মুনিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী হিসেবে পরিবার থেকে তার ঘোষণা করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়ার পর গত সপ্তাহে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে যান সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট তাজুল ইসলাম মোঃ ফারুকের পরিবারের সদস্যবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট তাজুল ইসলাম মোঃ ফারুকের কন্যা বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ নেত্রী তানজিমা শারমিন মুনিকে নির্বাচনী মাঠে জনগনের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন সংসদ সদস্য নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ।
কেন্দ্রীয় নেতাদের গ্রিন সিগন্যাল পাওয়ার পর
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নৌকার মনোনয়ন প্রত্যাশায় নির্বাচনে মাঠে নেমেছেন সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ নেত্রী তানজিমা শারমিন মুনি ও তার পরিবার সহ ত্যাগী প্রবীণ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ্যাডভোকেট তাজুল ইসলাম মোঃ ফারুকের কন্যা তানজিমা শারমিন মুনি'র পাশে দাঁড়ানোর জন্য পুঠিয়া দুর্গাপুরের আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের কাছে অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357