দিনাজপুরে বন্দোবস্তকৃত বীরমুক্তিযোদ্ধার বেদখলকৃত জমির অবৈধ স্থাপনা অপসারন করে পুনরায় মুক্তিযোদ্ধাকে

সুলতান মাহমুদ, দিনাজপুর || ২০২৩-০৮-১২ ০৭:৪৯:১৫

image

দিনাজপুর সদরের  ভুমিহীন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের নামে বন্দোবস্ত কৃত জমিতে  অবৈধ ভাবে স্থাপনা নির্মান ও নির্মানাধীন  স্থাপনা অপসরন করে পুনরায় বীর মুক্তিযোদ্ধাকে বুঝিয়েছেন প্রশাসন।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় দিনাজপুর সদর সহকারী কমিশনার ( ভুমি ) সাথী দাসের নেতৃত্বে  কোতয়ালী থানার পুলিশ , চেহেলগাজী ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে  অবৈধ স্থাপনা অপসারন করে বীরমুক্তিযোদ্ধাকে পুনরায় বুঝিয়ে দেয়া হয়।

নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভুমি ) সাথী দাশ বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের নামে বন্দোবস্তকৃত জমিতে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা ও  নির্মানাধীন স্থাপনা অপসারনপূর্বক বুঝিয়ে দেয়া হয়েছে। বীরমুক্তিযোদ্ধাকে বন্দোবস্তকৃত জমিতে সীমান প্রাচীর তৈরী করে নিজ দখলে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। ভবিষতে যাতে কেউ এই বন্দোবস্তকৃত জমি বেদখল করার চেষ্ঠা করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা  গ্রহন করা হবে বলেও হুশিয়ারী দেয়া হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার  ইন্সপেক্টর গোলাম মওলা শাহ বলেন, বীরমুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূয সন্তান।  বীরমুক্তিযোদ্ধার নামে বন্দোবস্ত কৃত জমি বেদখল হওয়ার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ায় পুলিশ সুপার স্যারের বিশেষ নির্দেশনায় তদন্ত করা হয় । শনিবার এক জন নিবাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোতয়ালী থানার এক দল পুলিশ সদস্য সরেজমিতে উপস্থিত থেকে অবৈধ স্থাপনা ও নির্মানাধীন স্থাপনা অপসারন করে বীরমুক্তিযোদ্ধার বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, সম্প্রতি সময়ে একটি জাতীয় দৈনিক ও বেশ কয়েকটি অনলাইন পোটাল পত্রিকায় ও স্থানীয় দৈনিকে  দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গিবেচা মোমেন পাড়ায় বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের  নামে  বন্দোবস্তকৃত জমি বেদখল করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাবেল মিয়া  শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ প্রশাসন ও  উপজেলা প্রশাসনকে তদন্ত করার জন্য নিদেশনা প্রদান করা হয়। সরে জমিন ঘুরে প্রকাশিত সংবাদের শতভাগ সত্যতা পাওয়ায়  আজকে এক ম্যাজিস্টেটের নেতৃত্বে ঐ অবৈধ স্থাপনা ও নির্মানাধীন স্থাপনা অপসারন করে মুক্তিযোদ্ধাকে বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেয়া হল।

উল্লেখ যে গত ৮ আগষ্ট  কয়েকটি জাতীয় দৈনিক, অনলাইন পোটাল ও স্থানীয় দৈনিকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গিবেচা মোমিনপাড়া এলাকায় ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা  মো. পাভেল ইমরান ও তার পরিবার বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের নামে বন্দোবস্তকৃত  জমি দখল নেয় এমন সংবাদ প্রকাশিত হয়।  গত ৬ জুলাই মুক্তিযোদ্ধা আবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোতয়ালী থানায় জমি দখলের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট নতুনবস্তী এলাকায়। স্বাধীনতার পরেই দিনাজপুর শহরের লালবাগ এলাকায় এসে থিতু হন। পরবর্তীতে সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। ভূমিহীন হওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের কাছে খাসজমি বন্দোবস্তের আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালে দিনাজপুর সহকারি কমিশনার(ভূমি) মোমিনপাড়া এলাকায় পূনর্ভবা নদীর পাড় সংলগ্ন ২২ শতক জমি বন্দোবস্ত দেন আবুল হোসেনকে।

গত (১২ আগষ্ট) শনিবার  অভিযুক্ত  চেহেলগাজী ইউপি সদস্য পাবেল ইমরান দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে বলেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন দৈনিক প্রথম আলো‘র প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ করেছে বলে অভিযোগ করেন। চেহেলগাজী ইউনিয়়নের ৬ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য। দীর্ঘ ৫ বছর যাবৎ অত্র ইউনিয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ইউনিয়়ন পরিষদের সদস্য হিসেবে দীর্ঘ এই  সময়ে আমার বিরুদ্ধে কোন অভিযোগ উঠে নাই।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com