কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব্যাব)-১ এ কর্মরত থাকাকালীন অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ পুলিশ পদক-২০২১ এ ভূষিত হন। গত ৩০আগষ্ট ২০২২খ্রিঃ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ (বিপিএম) পদক-২০২১ এ ভূষিত হওয়ায় মেডেল প্রদান করেন।
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও কচাকাটার জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) নিরন্তর মানবিক কাজে ব্যস্ত থেকে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার জনগণকে সচেতনতা সৃষ্টি করছেন এবং আন্তরিকতার সাথে মানুষকে ন্যায আইনি সহায়তা প্রদান করাসহ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণের সাথে অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় এবং চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে সঠিকভাবে সর্বদা জনসাধারণের নিরাপত্তা, আইনী সহায়তা প্রদানসহ নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারী এবং বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতসহ ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন।
অনুসন্ধানে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) যোগদান করে স্বল্প সময়ের ব্যবধানে জনসেবার মাধ্যমে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। আন্তরিকতার সাথে মানুষকে আইনি সহায়তা প্রদানে জননন্দিত হয়ে উঠছেন।
ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার আব্দুর রাজ্জাক, একরামুল হক মাস্টার, মিঠু ও মজনু মিয়া, শহিদুল ইসলামসহ অনেকে জানায়, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) যোগদানের পর থেকে ক্রমান্বয়ে তার তত্ত্বাবধানে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। আন্তরিকতার সাথে আইনি সহায়তা প্রদান করছেন। থানা প্রশাসনের মাধ্যমে আইনী সহায়তা ও মাদক, জুয়াখেলা নির্মূলে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে আসছেন। আমাদের মতো সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করছেন।
"পুলিশ পদক-২০২১" ভূষিত সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের মহাপরিদর্শক (আইজিপি)’র উদ্দেশ্য পুলিশ হোক জনবান্ধব। কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com