করোনায় প্রাণ হারিয়েছেন বিশ্বের সাড়ে ৭ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট || ২০২০-০৮-১৩ ০৩:১৪:৫৭

image

ক্রমেই আরও ভয়ংকর হয়ে উঠছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস। যার তাণ্ডবে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন বিশ্বের সাড়ে ৭ লাখের বেশি মানুষ। নতুন করে প্রায় তিন লাখ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। ফলে, আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮ লাখ ছুঁতে চলেছে। একইদিনে মারা গেছেন প্রায় ৭ হাজার ভুক্তভোগী। যাদের অধিকাংশই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর নাগরিক।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৬৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে প্রাণহানি ঘটেছে ৭ লাখ ৫১ হাজার ৭৭২ জন মানুষের।  

তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ২ লাখ ৬২ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজারে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৬০ হাজারের অধিক। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৬৯ হাজার ১৩১ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ১ লাখ ৪ হাজার ২৬৩ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত এক দিনেই ৬৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৫ হাজার টপকেছে। আর ৪৭ হাজারের বেশি প্রাণহানি নিয়ে যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে মোদির দেশ।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৩ হাজারের কাছাকাছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ২৬০ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ১০ জনের।

পেরুতে আক্রান্ত ৪ লাখ ৯৮ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ২১ হাজার ৭১৩ জন।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৪ লাখ ৯৮ হাজারের অধিক। প্রাণ গেছে ৫৪ হাজার ৬৬৬ জন মানুষের।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৪ লাখ ২২ হাজারের বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৩৭ জনের।

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৭৮ হাজারের বেশি। এর মধ্যে ১০ হাজার ২০৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৭৭ হাজারে কাছাকাছি। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৫৭৯ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৩৩  হাজার। প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৯৮৮ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ছুঁতে চলেছে। যেখানে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭০৬ জনের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৬৯ জন।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ প্রায় ৮৬ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজার ১২৯ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৫১৩ জনের।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com