জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ চাই-মির্জা ফখরুল ইসলাম

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৭-২০ ০২:০৬:৫৯

image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।'

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের  পদত্যাগের ১ দফা দাবিতে বুধবার (১৯ জুলাই) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে রংপুর বিভাগের  ৮ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচি'র সমাবেশে তিনি এ কথা বলেন।

থেকে:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, 'বর্তমান সরকার নির্বাচিত সরকার নয়, অবৈধ সরকার। আমরা আহ্বান জানাচ্ছি যে, এই সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিতে হবে। সেই দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। পুরো পৃথিবীতেই জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে নেয়। আমরা সেটাই করছি। আমরা কখনোই সহিংস আন্দোলনের দিকে যাইনি এবং যাবও না।
তিনি বলেন,বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, তারেক রহমানের মামলাসহ, ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপৎধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলেছে।'

বেলা তিনটা থেকে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র  ইনস্টিটিউট প্রাঙ্গণে  সংক্ষিপ্ত সমাবেশের পর এ পদযাত্রা শুরু হয়।
 রংপুর বিভাগের আট জেলা থেকে কয়েক হাজার  নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেয়। 

 দিনাজপুর ইনস্টিটিউট থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে দিনাজপুর শহরের লিলিমোড়, স্টেশন রোড, পৌরসভা মোড়, সদর হাসপাতাল মোড়, নিমতলা, মডার্ন মোড় হয়ে আবার দিনাজপুর ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

এজন্য পুরো শহর জুড়ে অর্ধশতাধিক মাইক লাগানো হয়। তবে প্রচারণায় পুলিশি বাধার শিকার হওয়ার কথা জানিয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ।

তিনি বলেন, আগের দিনেই ( মঙ্গলবার) ভীতিকর পরিস্থিতি  সৃষ্টির জন্য বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়। আজ পথে পথে আমাদের নেতা-কর্মীদের পদ প্রতিরোধ করেছে।হামলা চালিয়েছে।মারধর করেছে।    নেতাকর্মীদের বহনকারী বাস ও গাড়ি ভাঙচুর করেছে। 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম।তিনি বলেন,  প্রচারণায় বাধা দেওয়ার বিষয়টি ঠিক নয়। তবে কর্মসূচির দু'দিন আগেই তারা শহরে বেপরোয়াভাবে মোটরসাইকেল বহর নিয়ে ঘুরোঘুরি করছিল। এতে ছোট এ শহরে জনগণের সমস্যার সৃষ্টি হচ্ছে।'

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন পদযাত্রা কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন । 

জেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে পদযাত্রার সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির রংপুর বিভাগের জ্যেষ্ঠ নেতারা বক্তৃতা করেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com