দিনাজপুরে পদযাত্রায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ: আহত ১৫, বাস ভাঙচুর
শাহ্ আলম শাহী, দিনাজপুর ||
২০২৩-০৭-১৯ ০৭:৫৪:৪৭
দিনাজপুরে বিএনপি'র বিভাগীয় পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এসময় ভাঙচুর হয়েছে তিনটি যাত্রীবাহী বাস।
আজ বুধবার (১৯ জুলাই) দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়ি,ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী সরকারের পদত্যাগ একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসতে থাকে। দুপুর একটায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সঙ্ঘবদ্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে।
তারা ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা চালায়। এরপরই বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয় সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনটি বাস ভাঙচুর করা হয়। দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহ আলম দাবি করে জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তারা আবাসিক ভবনের জানালার কাচ ভাঙচুর করেছে। ভেটেরিনারি হাসপাতালের সামনের মূল ফটক ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ জানান , ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় আমরা তাদের অন্ত করার চেষ্টা করলেও তারা শান্ত হয়নি।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।পরিস্থিতি এখন শান্ত।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357