লালমোহন তুজুমুদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শ ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি শাওন

মোঃ জহিরুল হক, ভোলা || ২০২৩-০৬-১৬ ১২:০০:১৭

image
ভোলার লালমোহন তুজুমুদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শ ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি শাওন। লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলজিইডির উন্নয়ন মুলক কাজ পরিদর্শ করেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আল্লহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।এসময় তার সাথে ছিলেন ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। লালমোহন উপজেলার আরএইচডি লালমোহন H/ Q( কৃষি ব্যাংক) হইতে কর্তারহাট সওজ সড়ক রক্ষানাবেক্ষন,চর মোল্লাজী আরএনজিপিএস- বেতুয়া খাল ( কবিরের দোকান) নতুন সড়ক নিমার্ন কাজ রক্ষনাবেক্ষন ,মঙ্গল সিকদার জিসি - বেতুয়া আরএইচডি সড়ক রক্ষণাবেক্ষণ সড়ক পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি কাজের গুনগত মানে সন্তোষ প্রকাশ করেন ও সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ প্রদান করেন। শুক্রবার( ১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্দদ ইব্রাহীম খলিল, লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপ সহকারী প্রকৌশলী মিরাজ হোসেন, নক্সাকার বখতিয়ার হোসেন,মোরশেদ আলম প্রমূখ। অন্যদিকে তজুমুদ্দিন উপজেলায়। Information and Communication Technology Division এর অধীনে Establishing Digital Connectivity Project (EDC Project) এর মাধ্যমে Joy SET(Smart Service, Employment & Training) Center, তজুমদ্দিন উপজেলা এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি,এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্দদ ইব্রাহীম খলিল ,ইউএনও মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, আরোও ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যানগণ এবং অন্যান্য রাজনৈতিক ব্যাক্তি বর্গ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com