ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২৩-০৬-০৪ ১১:০১:৪০
"পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা শুরু হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাট অধিদপ্তরের আয়োজনে পাট পন্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীর প্রতীক,এমপি।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুর রউফ,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,পরিকল্পনা অনু বিভাগ মোঃ মাহমুদ হোসেন,পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক ড. সেলিনা আক্তার, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা । এ সময় পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বলেন,পাট শিল্পের অগ্রগতি ও বিকাশ সাধনে দেশে পাটের ব্যাবহার বৃদ্ধি করা প্রয়োজন। পাটের বহুমুখী ব্যাবহার ও পাটজাত পণ্য আরও কিভাবে রপ্তানি যোগ্য পণ্যে পরিণত করা যায় সেদিকে নজর দেয়ার তাগিদ দেন তিনি। এসময় তিনি পাট চাষীদের আশ্বস্থ্য করে বলেন, ফরিদপুরে পাট চাষীদের পাট পচানোর ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা অতি দ্রুত নিরসন করা হবে। এছাড়াও ফরিদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরীর ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করারও আশ্বাস দেন।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
আজ থেকে শুরু হওয়া ৪দিন ব্যাপী এ মেলা চলেব আগামী বুধবার পর্যন্ত।
মেলায় জেলার পাট পন্যের অর্ধশত স্টল রয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357