নীলফামারী আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য হচ্ছে বিশ্রামাগার
নূর আলম, নীলফামারী ||
২০২৩-০৬-০৩ ১৩:০২:৩২
নীলফামারী জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বিকেলে ফলোক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মো. ইনায়েতুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, দুরদুরান্ত থেকে বিচারপ্রার্র্থীগ আদালতে আসেন। বিক্ষিপ্ত ভাবে তারা বসে থাকেন আদালত প্রাঙ্গণে কিংবা সময় কাটান। তাদের সুবিধার জন্য ন্যায়কুঞ্জ বা বিশ্রামাগার স্থাপন করা হচ্ছে সারাদেশে।
তিনি বলেন, ন্যায়কুঞ্জে ৮০জন বসতে পারবেন, এখানে টি-স্টল রয়েছে। পাশাপাশি ব্রেষ্ট ফিডিং এর জন্য কর্ণার রয়েছে। আগামী তিন মাসের মধ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জে নির্মাণ কাজ শেষে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উদ্বোধন করবেন।
এরআগে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচীর শুভ সূচনা করেন তিনি।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
গণপূর্ত অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান বলেন, ৫৩লাখ টাকা ব্যয়ে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357