পটুয়াখালীতে ন্যায়কুজ্ঞ" বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু ||
২০২৩-০৬-০৩ ০৭:১৩:০১
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার "ন্যায়কুঞ্জ"এর ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২জুন শুক্রবার সকাল ১০টায়"ন্যায়কুঞ্জ" বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ"ন্যায়কুঞ্জ" বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করেন মোঃ মজিবুর রহমান মিয়া, বিজ্ঞ বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এস,এম, এরশাদুল আলম, বিজ্ঞ স্পেশাল জজ(জেলা ও দায়রা জজ)আবু নাসের মো.জাহাঙ্গীর আলম, (জেলা জজ)নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মো.মাইনুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.কে.এম. এনামুল করিম, পটুয়াখালীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.জামাল হোসেন, পটুয়াখালী আইন জীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ ইউনুচ আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন (মন্জু মৃধা), পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী সহ পটুয়াখালী জেলা জজ আদালতের বিভিন্ন বিজ্ঞ বিচারকবৃন্দ, পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নানা স্তরের বিজ্ঞ বিচারক গন, কর্মকর্তা -কর্মচারী গন ও সাংবাদিক বৃন্দ। পটুয়াখালী জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা সমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা বৃন্দদের সাথে মতবিনিময় করেন মোঃ মজিবুর রহমান মিয়া, বিজ্ঞ বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357