নরসিংদীতে ২ ছাত্রদল নেতা হত্যা মামলায় খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানা সহ আসামি ৩০; গ্রেফতার ৩
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২৩-০৫-২৭ ১৩:০৪:৪৯
নরসিংদীতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি করে দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নরসিংদী সদর থানায় নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন মেম্বার , বাদী হয়ে এই মামলা করেন।
মামলার বেশিরভাগ আসামীরা স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মামলার আসামী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের ব্যবসায়ী কামাল হোসেন ও তার ভাতিজা রাসেলকে শুক্রবার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় উল্লেখ করা হয়, আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয় এলাকায় পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় সংঘবদ্ধ হামলা চালিয়ে ২ ছাত্রদল নেতা সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল ইসলাম (২০) কে গুলি করে হত্যা করে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির অস্থায় কার্যালয় সংলগ্ন স্থানে জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সদ্য বহিষ্কৃত সাদেকুর রহমান ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম। ঐ দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায় সাদেকুর রহমান ও পরদিন শুক্রবার সকালে মৃত্যু হয় আশরাফুল ইসলামের। বর্তমানে এই মামলায় গ্রেফতার হয়েছে ৩ জন । নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের বড় ভাই আলতাফ হোসেন মেম্বার জানান আমার ভাইয়ের খুনিদের কে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357