করোনায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: || ২০২০-০৮-০৯ ০৯:৩৫:০৩

image

দেশে করোনাভাইরাসে শনিবার (৮ আগস্ট) থেকে রোববার (৯ আগস্ট) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৪৮৭ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৪ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৪ জন চট্টগ্রামের ৬ জন, খুলনার ৭ জন, রংপুরের ২ জন, রাজশাহীর ৪ জন এবং ময়মনসিংহের ১ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। ৩৪ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৩ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় ২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩ হাজার ৩৯৯ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ৫৭ হাজার ৬০০।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৮৫টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১১ হাজার ১৪ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১০ হাজার ৭৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬২৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫৬ হাজার ৬৬৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৭ হাজার ৭২৭ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৪০ জন।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com